শেখ বোরহানুদ্দীন কলেজের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৬:৩৫ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৯, ১৬:২৮

পুরান ঢাকার শেখ বোরহানুদ্দীন কলেজ পরিচালনা সম্পর্কিত বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রবিবার এই কমিটি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য ও সদস্য সচিব হলেন যথাক্রমে জয়ন্ত ভট্টাচার্য্য, উপ-রেজিস্ট্রার (পরিষদ) ও মো. সিদ্দিকুর রহমান, উপ-রেজিস্ট্রার (আইন)। কমিটিকে সার্বিক বিষয় তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের বেশ কিছু বিষয় নিয়ে অধ্যক্ষ ও কলেজের গভর্নিং বডির সভাপতি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। গত শনিবার কলেজে এক সংবাদ সম্মেলনে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।

কলেজের অধ্যক্ষ আবদুর রহমান বলেন, সভাপতির একক সিদ্ধান্তে কলেজের জন্য জমি কেনার নামে অর্থ হাতিয়ে নেয়া, শিক্ষকদের সঙ্গে অকারণে খারাপ আচরণ করা, বিভিন্ন অজুহাতে কলেজের ফান্ড থেকে অর্থ হাতিয়ে নেয়া, এফডিআর করাসহ নানা অনিয়ম করছেন গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. হারুনর রশীদ খান।

অন্যদিকে কলেজের গভর্নিং বডির সভাপতি বলেন, জমি কেনায় কোনো অনিয়ম হয়নি। উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার ও প্রকাশিত হচ্ছে। তখন সাংবাদিকরা জমি কেনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। কিন্তু কোনো প্রশ্নের সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি।

তিনি অভিযোগ তুলে বলছেন, এ পর্যন্ত নানাভাবে কলেজের ফান্ড থেকে প্রায় ৫০ লাখ টাকার মতো অধ্যক্ষ অপচয় করেছেন। এর জন্য অধ্যক্ষকে দায়ী করেন সভাপতি।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :