চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৯, ১৬:৫৮

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম দণ্ডাদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর টাকপাড়া গ্রামের আবুল হোসেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গোপন সংবাদে র‌্যাব-৫ এর একটি দল ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাত আড়াইটার সময় সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর টাকপাড়া গ্রামে আবুল তার নিজ বাড়িতে হেরোইন বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে। এসময় র‌্যাব অভিযান চালিয়ে ১১টি প্যাকেটে থাকা ১ কেজি ১৫ গ্রাম হেরোইনসহ আবুলকে আটক করে র‌্যাব-৫।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :