অপহৃত মাদ্রাসাছাত্রীকে ফিরে পেতে পরিবারের মানববন্ধন

প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৯, ১৬:৫৮

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

অপহরণের প্রায় তিন বছর পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্রী রূপালী পারভীনের। অসহায় পিতা-মাতা মেয়েকে উদ্ধার, অপহরণকারীদের শাস্তি ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।

জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ও দিনমুজুর  মুনসুর শেখের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া কন্যাকে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের শাকিল শেখ ও তার সহযোগী তারিকুল, মিন্টু শেখ, ইউসুফ শেখ।

এ ব্যাপারে তার পিতা মুনসুর শেখ অভিযোগ করেন, ২০১৭ সালের ৩ অক্টোবর তিনি মামলা করেন। শাকিল ছাড়া মামলার অপর তিন আসামি আদালতে আত্মসমর্পন করে জামিনে এসে মামলাটি তুলে নেয়ার জন্য প্রাণনাশের চেষ্টা চালায়। নানাভাবে হুমকি দিলে আদালতে আরেকটি মামলা করি। কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরের রয়েছে অপহরণকারী দলের মূলহোতা শাকিল শেখ।

এ ব্যাপারে থানার ওসি আমিনুর রহমান বলেন, আমি সদ্য এ থানায় যোগদান করেছি। বাদীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)