‘শিগগির সিলেট হবে স্মার্ট সিটি’

প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৯, ১৮:২৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯, ১৮:২৫

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সিলেট স্মার্ট সিটি তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সিলেট হবে একটি বিশ^মানের স্মার্ট নগরী।’

রবিবার নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিকের প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় মেয়র আরো বলেন, ‘নগরবাসীর নাগরিক দায়বদ্ধতার বিষয়টি নিয়ে সঠিকভাবে উপলব্ধি করলে নগরীকে সাজানো সময়ের ব্যাপার মাত্র। সেই লক্ষ্যেই সিলেট নগরী এগিয়ে যাচ্ছে। সড়ক প্রশস্তকরণ কাজে নিজ নিজ উদ্যোগে জমি ছেড়ে দেয়া চাট্টিখানি কথা নয়। এই নজির দেশের কোন স্থানে নেই।’

সভায় নগরীতে সিসিকের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন রাজশাহী সিটির কাউন্সিলর ও কর্মকর্তারা।

সভা শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন সফররত প্রতিনিধি দল।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)