ঢাবি ‘ক’ ইউনিটের সংশোধিত ফলে আরও পাস ২৪৭৮

ঢা‌বি প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২৩:৩৪ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৯, ২২:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে। স্থ‌গিত ফ‌লের চেয়ে এবার প্রায় আড়াই হাজার শিক্ষার্থী বে‌শি পাস ক‌রে‌ছে।

আ জ র‌বিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সং‌শো‌ধিত ফল প্রকাশের কথা জানা‌নো হয়।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী অংশ নেন। ১ হাজার ৭৯৫টি আস‌নের বিপরী‌তে ১৩ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। ত‌বে স্থ‌গিত ফ‌লে এ সংখ্যা‌টি ছিল ১১ হাজার ২০৭। সে হি‌স‌বে সংশোধিত ফলে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর ভাগ্য খু‌লে‌ছে। আর পাসের হার দাঁড়াল ১৫ দশমিক ৯৩ শতাংশ, যা স্থগিত ফ‌লে ছি‌ল ১৩.০৫ শতাংশ ।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে । এছাড়া আবেদনকারী যে কোনো অপারেটর থেকে DU -KA -Roll no লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি SMS এ ও ফল জান‌তে পার‌বে।

গত ২০ সেপ্টেম্বর ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় এক মাস পর ফল প্রকা‌শিত হ‌লেও রেজা‌ল্টে বি‌ভিন্ন অসঙ্গ‌তি ধরা পড়ে। তাই রেজাল্ট প্রকা‌শিত হওয়ার আট ঘন্টার মধ্যে তা স্থ‌গিত করা হয়।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :