ইলেকট্রিক বাইক আনল হিরো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ১৫:৩১

নতুন বিদ্যুৎ চালিত বাইসাইকেল আনল হিরো সাইকেলের শাখা লেকট্রো ই-মোবিলিটি সলিউশনস। ভারতের বাজারে বাইকটির দাম ৩০ হাজার ৯৯৯ টাকা।

টাউনমাস্টার নামের এই বিদ্যুৎ চালিত বাইসাইকেল সাধারণ প্লাগ পয়েন্ট থেকেই চার্জ দেওয়া যাবে। বিশেষ কোনও চার্জিং স্টেশনের প্রয়োজন হবে না।

একবার পুরো চার্জ নিতে প্রায় ৩ ঘণ্টা নেবে টাউনমাস্টার, যাবে ৩০-৪০ কিলোমিটার।

লেকট্রো ই-মোবিলিটি সলিউশনসের ডিরেক্টর আদিত্য মুঞ্জলের কথায়, ‘ভারতে এক নতুন শ্রেণির ক্রেতার জন্ম হয়েছে। যাঁরা স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ সম্পর্কেও সচেতন। এই গ্রাহকরাই বিকল্প এবং স্বচ্ছ জ্বালানির পরিবহণ ব্যবস্থার চাহিদা বাড়াচ্ছে।’

ব্রিটেনে এই বাইসাইকেলের ডিজাইন করা হয়েছে। চালক সুরক্ষার কথা মাথায় রেখে ডাবল ডিস্ক ব্রেক এবং পাংচার-রেজিস্ট্যান্ট টায়ার লাগানো হয়েছে টাউনমাস্টারে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা