‘ত্যাগী নেতারাই আওয়ামী লীগের দুর্দিনের সাথী’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:০৩ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:০২

অতীতের সব দুঃসময়ে আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই পথচলার সাথী হিসেবে থেকেছেন বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঈশান গোপালপুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক এই মন্ত্রী।

খন্দকার মোশাররফ হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আগামী ২০২১ সালের মধ্যে এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর ২০৪১ সালে আমরা ইনশাল্লাহ উন্নত রাষ্ট্রের কাতারে যেতে পারবো।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘দেশে আজ ভিক্ষুক পাওয়া যায় না, আগে যারা পান্তা ভাত খেতো, তারা এখন সেটি খায় না, মানুষের জীবনমান ও ক্রয়ক্ষমতা অনেক বেড়েছে।’

মোশাররফ হোসেন বলেন, ‘গত বিএনপি আমলে যেভাবে আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজনের ওপর অত্যাচার-নির্যাতন করা হয়েছে আমরা কিন্তু তার কিছুই করিনি। কেউ বলতে পারবে না আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি কোনো নেতার ওপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাত্রায় সবাইকে তার সহযোগী হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম মজনু প্রমুখ।

জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :