ভাসমান স্থাপনা গুঁড়িয়ে দিতে হবে: মেয়র আরিফুল

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ২২:০৬

ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘ফুটপাত তৈরি করা হয়েছে মানুষের চলাচলের জন্য, ব্যবসা করার জন্য নয়।’

তিনি বলেন, ‘ফুটপাত দখল করে ব্যবসা করতে দেখলে পথচারীদের প্রতিবাদী হতে হবে। তাদের কাছ থেকে কোন ধরনের পণ্য ক্রয় না করে গুঁড়িয়ে দিতে হবে- তাদের ভাসমান স্থাপনা। তবেই অল্প সময়ের মধ্যে আমাদের এই নগরী হবে আধুনিক, সাজানো-গোছানো একটি পর্যটন নগরী।

সোমবার সকালে মেয়রের নেতৃত্বে সিসিকের একটি বিশেষ দল নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার রোড ও বন্দরবাজার পয়েন্ট পর্যন্ত এ অভিযান চালানোর সময় তিনি এ কথা বলেন।

অভিযানে সিসিকের পরিচ্ছন্ন শাখার সুপারভাইজারসহ বিপুলসংখ্যক পরিচ্ছন্নতা কর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :