কৃষকলীগ নেতা হত্যায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ২২:২৪

কিশোরগঞ্জের কটিয়াদী ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান হত্যা মামলায় একজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি মোহাম্মদ ওরফে খোকন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তৈয়বুর রহমান, সম্রাট, রোমান, আশ্রাব আলী, মজিবুর রহমান ও আরব আলী। সেই সাথে প্রত্যেক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

মামলা সূত্রে জানা গেছে, রেলওয়ের টিটি পদে চাকরি দেয়ার কথা বলে ৪০ হাজার টাকা নেন আসামিরা। দীর্ঘদিনেও চাকরির ব্যবস্থা না করতে পারায় বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন গত ২০১১ সনের ২৭ মার্চ রাতে ভ্যান গাড়িযোগে করগাঁও বাজার হতে বাড়ি যাওয়ার পথে কৃষকলীগ নেতা মতিউর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ উদ্দিন পরদিন ২৮ মার্চ কটিয়াদী থানায় হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :