ভালুকায় কারখানায় পাখির নিরাপদ আবাসন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ২২:৪৮

ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টাবাড়ির এনভয় টেক্সটাইল লিমিটেডের ফ্যাক্টরির ভেতরে পাখির নিরাপদ আবাসন স্থাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ফ্যাক্টরির ভেতরে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে পাখির বাসা নির্মাণ করে দেয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’-এর স্বেচ্ছাসেবীরা।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের উদ্যোগে ও এনভয় টেক্সটাইল লিমিটেডের কর্তৃপক্ষের সহযোগিতায় ফ্যাক্টরিতে ওই পাখির বাসা নির্মাণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, এনভয় টেক্সটাইলের সিনিয়র জিএম ফাইজুর মতিন, এজিএম সারোয়ার হোসাইন, অভ্যুদয় সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক জুনায়েক হোসেন রিপেল, সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান মামুন, সুজিত মিত্রসহ এনভয় টেক্সটাইলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :