জয়পুরহাটে ভুয়া চিকিৎসক আটক

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ২২:৫৮

জয়পুরহাটে ফারুক আহম্মেদ নামে এক ভুয়া ইউনানি চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দুপুরে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে তার নিজ চেম্বার থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

আটক ফারুক আহম্মেদ বগুড়ার সুলতানগঞ্জ পাড়ার আয়েজ উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান জানান, সিট ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে রেজিস্ট্রার্ড ইউনানি চিকিৎসক দাবি করে দণ্ডপ্রাপ্ত ফারুক আহম্মদ ইটাখোলা বাজারে দীর্ঘদিন থেকে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। একই সাথে বিভিন্ন জটিল রোগ সাড়ানোর কথা বলে তিনি এলোপ্যাথিক ও ইউনানি ওষুধ মানুষকে ধোকা দিয়ে চড়া মূল্যে বিক্রি করছিলেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :