আদিতমারীতে দুর্যোগ সহনীয় ঘর পেল ৫৭ পরিবার

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ২৩:০২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অসচ্ছল, হতদরিদ্র, গৃহহীন, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন ৫৭টি পরিবার পেল দুর্যোগ সহনীয় ঘর। সরকার এসব পাকা ঘর নির্মাণ করেছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা/টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় উপজেলায় এসব ঘর নির্মাণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৩ অক্টেবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের দুর্যোগ সহনীয় এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে উপজেলার ৮টি ইউনিয়নে ৫৭টি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, সার্বক্ষণিক তদারকির মাধ্যমে স্বচ্ছতারভিত্তিতে পিআইসি কমিটির মাধ্যমে ঘরগুলো তৈরি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :