বিতর্কিতদের বাদ দিতে পদব‌ঞ্চিতদের আল্টিমেটাম

ঢা‌বি প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৯:১১ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ২৩:৪৯

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বিবাহিত, মাদকাসক্ত, হত্যা মামলার আসামিসহ বিতর্কিতদের বাদ দিতে ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে তিন দিন সময় দিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার রাত ৮টার দিকে পদবঞ্চিতদের সাথে বৈঠকে বসেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল না‌হিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। এ বৈঠকেই পদব‌ঞ্চিত নেতাদের পক্ষ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

ছাত্রলীগের পদব‌ঞ্চিত নেতা ও গত কমিটির উপ-দপ্তর সম্পাদক ন‌কিবুল ইসলাম সুমন ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা তাদের তিন‌দিন সময় দিয়ে‌ছি। তারা আমাদের দৃশ্যমান অগ্রগ‌তি দেখানোর আশ্বাস দিয়েছে। এর ভেতর যদি তারা দৃশ্যমান কোন অগ্রগ‌তি না দেখাতে পারেন, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব।’

পদব‌ঞ্চিত নেতা সাবেক সমাজসেবা সম্পাদক রানা হামিদ ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা তাদের সাথে কথা বলেছি। তাদের কথা শুনে মনে হয়েছে তারা এ ব্যাপারে অক্ষম। কারণ আমর মনে হচ্ছে তাদের সাংগঠ‌নিক ক্ষমতা দেয়া হয়‌নি। তারা বারবার বলছেন, আপা (শেখ হা‌সিনা) তাদের স্লোলি সব ‌করতে বলেছেন। আমরা তাদের তিন‌দিনের সময় দিয়ে‌ছি। এর ভেতর তারা য‌দি কোন পদক্ষেপ না নিতে পারেন, তাহলে আমরা য‌দি বিত‌র্কিতদের পা‌র্টি অফিস, মধুর ক্যা‌ন্টিন এবং ছাত্রলীগের সকল প্রোগ্রাম থেকে অবা‌ঞ্ছিত ঘোষণা করি এ ‌ক্ষেত্রে তাদের কিছু করার থাকবে না। কারণ আমরা অসাংগঠনিকভাবে কিছু কর‌ছি না। সাংগঠ‌নিভাবে তারা যত‌দিন প্রমা‌ণিত না হয় যে, তারা নির্দোষ- তত‌দিন তারা প্রোগ্রামে আসবে না। আর এটার জন্য যদি কোন অনাকা‌ঙ্ক্ষিত প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়, তার জন্য শীর্ষ নেতৃত্ব দায়ী থাকবে।’

এ ব্যাপারে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য‌ বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তিন‌দি‌নের ম‌ধ্যে আপার সঙ্গে কথা ব‌লতে। আমরা ব‌লে‌ছি এটা সম্ভব না। আমরা যখন সময় পাব তখন কথা বলব। আর আমাদেরকে তারা সময় দেওয়ার কে?’

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দলের একাংশ কমিটিতে বিতর্কিতদের পদ দেয়া হয়েছে অভিযোগ করে আন্দোলনে নামে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকাল‌ীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে নির্দেশ দেন। এর ভেতর তাদের নেতৃত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। আসে জয়-লেখকের নেতৃত্ব। তবু এ ব্যাপারে এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেননি তারাও।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :