ফিলিপাইনে ‘মিসেস ট্যুরিজম গ্লোব’ ঐশী

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৯, ১৯:৩৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ০৯:৫০

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ফিলিপাইনের ম্যানিলাতে হয়ে গেল ‘মিসেস ট্যুরিজম’-এর ওয়ার্ল্ড ফাইনাল। এ প্রতিযোগিতায় ২৬টি দেশের সঙ্গে লাল সবুজ পতাকা হাতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ফারহানা আফরিন ঐশী।

গ্র্যান্ড ফিনালের রাতে ‘মিসেস ট্যুরিজম গ্লোব’সহ মোট ছয়টি টাইটেল জিতে নেন ২২ বছরের স্বপ্নবাজ ঐশী। তার জেতা বাকি পাঁচটি টাইটেল হলো ‘মিসেস বেরি গ্লুটা’, ‘মিসেস নিক্স ইন্সস্টিটিউট অব বিউটি’, ‘বেস্ট ইন ফোরাম’, ‘ডার্লিং অব দ্য প্রেস’ এবং ‘মিসেস ফেয়ারি হোয়াইট’।

অপূর্ব ডটকমের আয়োজনে এবারই প্রথম বাংলাদেশ থেকে ‘মিসেস ট্যুরিজম বাংলাদেশ ২০১৯’ নির্বাচিত হয়ে ঐশী অংশ নেন ‘মিসেস ট্যুরিজম’-এর আন্তর্জাতিক আসরে।

এই আয়োজনে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, কানাডা, ভারত, জাপান, কোরিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিপাইন ও শ্রীলংকাসহ অংশ নেয় মোট ২৬টি দেশ।