বোয়ালমারীতে ইভটিজিং-মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:৫০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শাহ্ জাফর টেকনিক্যাল কলেজে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজটির সভাপতি ঝোটন চন্দ। প্রধান অতিথি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কালে বলেন, সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। পড়া-লেখার পাশাপাশি দেশ গঠনে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহকে না বলতে শিখতে হবে ও সমাজে কোথাও এগুলো ঘটলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমশিনার (ভূমি) শাকিলা বিনতে মতিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, অধ্যক্ষ লিয়াকত হোসেন প্রমূখ। মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা প্রণব কুমার পান্ডে, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম কুদ্দুস, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী প্রমুখ।

ঢাকাটাইমস/২৯অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :