পিরোজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১৮

পিরোজপুরের স্ত্রী হত্যার দায়ে মো. আবুল কালাম এ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আবুল কালামের বাড়ি মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, আবুল কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেয়ার চাপ প্রয়োগ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

এক পর্যায়ে ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর স্ত্রী জেসমিন বেগমকে পিটিয়ে গুরুতর জখম করেন। আহত জেসমিনকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় জেসমিন বেগমের ভাই সাইফুল হক বাদী হয়ে আবুল কালামকে আসামি করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

ঢাকাটাইমস/২৯অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :