মাদারীপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৩৮

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ভুইয়াবাড়ির মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম সোহান শেখ। সে রাজৈরের তেলিকান্দি এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং ইউনাইটেড সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্বজনরা জানায়, বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় সোহান। এরপরই নিখোঁজ ছিল সে। পরিবারের লোকজন একাধিকবার সোহানের মোবাইলে কল দিয়ে না পেলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোহানদের ঘরের পাশে তিন তলা একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় সোহানকে পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর রহমান শেখ মাদারীপুর স্টার ক্যাবল নেটওয়ার্ক ডিস কন্ট্রোলরুম অপারেটরের কাজ করত। তার কাজের সুবাধে দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের জেলা পরিষদ সংলগ্ন ভুইয়াবাড়ির মোড় এলাকায় এনায়েত হোসেন নান্নুর বাড়িতে ভাড়া থাকতেন।

সোহানের বাবা হাবিব শেখ জানান, ওকে হত্যা করে এখানে কেউ ফেলে রেখেছে। তবে কে বা কারা হত্যা করতে পারে এ ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই হত্যাকান্ড- তা এখনো স্পষ্ট নয়। আমরা আপাতত কিছুই বলতে পারছি না। তবে ওই কিশোরের শরীরে আঘাতের চিহ্ন আছে, সেটা ছাদ থেকে পড়ে কিনা তা বোঝা যাচ্ছে না।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএ)