আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে পুত্রবধূর অভিযোগ তদন্তে সিআইডি

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৯, ১৮:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে পুত্রবধূ সাফাতের স্ত্রী ফারিয়া মাহাবুব পিয়াসার করা মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ফারিয়া মাহবুবের নারাজির আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত ১৭ জুলাই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মজিবুর রহমান। মামলার দুই আসামি দিলদার আহমেদ সেলিম এবং আপন রিয়েল এস্টেটের পরামর্শক ও তত্ত্বাবধায়ক মো. মোখলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফারিয়া মাহবুব এ প্রতিবেদনের বিষয়ে নারাজি দেবেন বলে আদালতকে জানান। এদিন তিনি নারাজি দাখিল করেন। শুনানি শেষে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী সানাউল হক টিপু জানান।

গত ১১ মার্চ গর্ভপাতের চেষ্টা, নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের স্ত্রী ফারিয়া মাহাবুব পিয়াসা আদালতে দুজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০১৭ সালের ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/ইএস