ঢাকা ব্যাংকের এমডিকে দুদকে তলব

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৪০

ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার দুদকর প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় হাজির হতে বলা হয়েছে।

অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক নোটিশটি পাঠিয়েছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। নোটিশটি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে বলা হয়, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আবুবকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের অভিযোগের অনুসন্ধান করছেন।

ঢাকা ব্যাংকের এমডিকে নির্ধারিত তারিখে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা দপ্তরে উপস্থিত হওয়ার জন্য নোটিশে অনুরোধও জানানো হয়।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/আরএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :