শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ২২:১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার সকাল ১১টায় প্রকাশ করা হয়েছে। এই বছর সব ইউনিটে সম্মিলিত পাসের হার ৫১.২ শতাংশ।

সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড সাইফুল ইসলাম, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড বেলাল উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক আনোয়ার হোসেনসহ সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ভর্তি কমিটির টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বেলাল উদ্দিন বলেন, ‘ভর্তি কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে। এ বছর মেধা তালিকা এবং অপেক্ষমাণ তালিকার পরিবর্তে পাসকৃত শিক্ষার্থীদের নিয়ে র‌্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। র‌্যাঙ্ক অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।’

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর ‘এ’ ও ‘বি’ ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ২৮টি বিভাগে মোট ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭০ হাজার ৫৬২ জন শিক্ষার্থী। পরীক্ষায় সর্বমোট ৫৭ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ২৯ হাজার ৪৮০ জন শিক্ষার্থী পাস করেছে।

ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :