জেএমবির তিন সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নীলফামারী সদর উপজেলার সুখধনডাংগা গ্রামের মুর্তজা আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), নওগাঁর নিয়ামতপুর থানার আলিমপুর গ্রামের মৃত আ. আলিমের ছেলে হযরত আলী (৩৩) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ^নাথপুর গ্রামের এন্তাজ আলী ছেলে একরামূল হক (৫১)।

মামলার বিবরণে অতিরিক্ত সরকারি কৌশলী আঞ্জুমান আরা জানান, জেএমবির সদস্যরা ২০০৮ সালের ২৫ অক্টোবর রাত দেড়টার দিকে শিবগঞ্জ থানার বিশ^নাথপুর গ্রামের একরামূল হকের বাড়িতে গোপন বৈঠক করছিল।  গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রফিকুল ইসলাম ও হযরত আলীকে আটক করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিমূলক নির্দেশনাপত্রসহ ও কিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরির্শক মো. রফিকুল হোসেন ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ১৮ জনকে আসামি করা হলেও ১৫ জনের কোনো প্রমাণ না থাকায় তাদের বেকসুর খালাস দেন বিচারক।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/ইএস