ফ্রান্সে কুমিল্লা সার্বজনীন সমন্বয় কমিটির সভা

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৯, ২১:৩৪

আবুল কালাম মামুন, ফ্রান্স

ফ্রান্সে কুমিল্লা জেলা সার্বজনীন সমন্বয় কমিঠির সভা হয়েছে। রবিবার প্যারিসের ক্যাথসীমার একটি হলে এ সভা হয়। ফ্রান্সে বসবাসরত কুমিল্লা জেলার সকল প্রবাসীদের নিয়ে সার্বজনীন একটি পর্ষদ গঠনের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুলসংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

শামসুল হকের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফ্রান্সস্থ বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম সরকার, অধ্যাপক অপু আলম, সাবেক সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ওবায়দুর রহমান, ফারুক মিয়া, মনছুর আহমদ, বশির উদ্দিন, আক্তার হোসাইন, তানিম আহমদ, কামাল আহমদ, কামাল আহমদ, কবির হোসাইন, মোশারফ হোসাইন, নুরুল আমিন, বায়জিদ বোস্তামি, রাশেদ খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান অবধি  ঐতিহ্যবাহী কুমিল্লার জনসাধারণের বীরত্বগাঁথা অপরিসীম। প্রবাসীদের অবদানও চোখে পড়ার মতো। ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী সকল দুর্দিনে সুখে-দুঃখে অবিরাম চলছেন স্বমহিমায়। তাই একই ছাতার নিচে সবাইকে আবদ্ধ করতে একটি সার্বজনীন পর্ষদ এখন সময়ের দাবি।

সভায় ব্যাপক আলোচনা শেষে নতুন পর্ষদ গঠনের জোরালো প্রস্তাব উত্থাপিত হলে উপস্থিত নেতৃবৃন্দের আহবানে এক সপ্তাহ পিছিয়ে আগামী সপ্তাহে পর্ষদ গঠন করার সিদ্ধান্ত হয়।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এলএ)