৯ ঘণ্টা পর খুলল ঢাকা-ময়মনসিংহ রেলপথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১০:১৫ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৯, ০৯:৪৮
ফাইল ছবি

প্রায় নয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষ হলে নয় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ফাতেমানগর রেলস্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে ফাতেমানগর স্টেশনে ঢোকার মুখে দুটি লাইনের সংযোগস্থলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে নয়জনের মতো আহত হয়।

রাতে দুর্ঘটনার কারণে ট্রেনের যাত্রীদের বিপাকে পড়তে হয়। নিকটবর্তী স্থানের যাত্রীরা ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে পারলেও দূরের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম জানান, লাইনচ্যুতির পর উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর সাতটার কিছু আগে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/১নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :