জালিয়াতি মামলায় আ.লীগ নেতা ‘সুইডেন আতাউর’ কারাগারে

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৯, ১৭:৪১

নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার বিকালে আতাউরকে নরসিংদী সদর মডেল থানা থেকে নরসিংদীর বিচারিক হাকিম মাইন উদ্দিন কাদেরের আদালতে তোলা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এসএম রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আতাউরের সাত দিনের রিমান্ড আবেদন জানান। এসময় আদালত রবিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য্য করে আসামি আতাউরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর মালিবাগ থেকে সুইডেন আতাউরকে গ্রেপ্তার করে সিআইডি। পরে রাত ১১টার দিকে তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, সুইডেন আতাউর জোরপূর্বক নরসিংদী শহরের চৌয়ালা এলাকার শতকোটি টাকা মূল্যের মোল্লা স্পিনিং মিল দখল করেন। পরে সুইডেন বাংলা টেক্সটাইল নামকরণ করে পরিচালনা করছিলেন।

এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক।

প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি আতাউরকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :