জেলেদের ইলিশ ছিনতাইয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা ক্লোজড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৯, ১৭:৫৯

চাঁদপুর মা ইলিশ জেলেদের কাছ থেকে ছিনতাই ফায়ার সার্ভিসের অভিযুক্ত ওই দুই কর্মকর্তাকে ক্লোজড করে ঢাকা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

অভিযুক্তরা হলেন- হুমায়ুন আহম্মেদ ও লিটন দে।

শুক্রবার এ তথ্য জানান চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ। তিনি জানান, আমরা স্থানীয় পত্র-পত্রিকা ও বিভিন্ন সূত্রে ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তার ইলিশ মাছ ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়েছি। তাদের নির্দেশে অভিযুক্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওই ডুবুরি হুমায়ুন আহম্মেদ ও ফায়ারম্যান লিটন দে’র বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নিয়েছি। তাদের দুজনকে তাৎক্ষণিক ঢাকা অধিদপ্তরে ক্লোজর্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ২৯ অক্টোবর ওই দুই কর্মকর্তা চাঁদপুর মডেল থানা পুলিশ পরিচয়ে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বালিয়া সড়কে ইলিশ মাছ ছিনতাই করার চেষ্টা করে। এ ঘটনায় স্থানীয়রা তাদের গণধোলাই দেয় বলে অভিযোগ উঠে। এ ঘটনা স্থানীয় পত্র-পত্রিকার মাধ্যমে পরদিন এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ার পর অফিসিয়াললি ঘটনাটি তাৎক্ষণিক যাচাই করে অভিযুক্তদের এ ব্যবস্থা নেয়া হয়।

(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :