মুক্তির হাসি

ফেরদৌসী লাকী
| আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১১:৪০ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ১১:৩৫

ভাইয়া,

আমাকে একটি পাকানো বাঁশের লাঠি দাও

আমি আঘাত হানবো- চরম আঘাত

সে সব নর খেকো পিচাশদের

যাঁরা আমার ভাইয়ের রক্ত করেছে পান।

ভাইয়া,

আমাকে একটি ক্ষুর্ধার লিখনী দাও

আমি লিখব ইতিহাস, সত্যের ইতিহাস

যারা ঘটিয়েছে স্বাধীনতার প্রথম উন্মেষ-

যুগের আঁধার পেরিয়ে যারা

মুক্তিলাভের নিয়েছিল প্রথম প্রয়াস।

ভাইয়া,

আমাকে একটি পঙ্খীরাজ এনে দাও

আমি তাঁদের কাছে স্বর্গে যাবো,

যে উন্মোদনা নিয়ে তাঁরা ঝাপ দিয়েছিলো-মরণ সমুদ্রে

আমি সেই উন্মোদনা নিয়ে আসবো

দেশকে দুঃশাসন আর দুর্নীতি মুক্ত করার

বজ্র কঠিন শপথ নেব।

ভাইয়া,

আমাকে একজন বরকত এনে দাও

ছালাম, রফিক অথবা জব্বার,

নবযুগ সৃষ্টির ইস্পাত কঠিন শপথ নেব,

তোমার মুখে হাসি ফোটাবো- আর একবার।

ভাইয়া,

আমাকে তুমি বুক ভরা ভালোবাসা দাও

যে ভালোবাসার উন্মাদনায় উদ্দীপ্ত হয়ে

ওরা তোমার মুখের ভাষা রাহু মুক্ত করেছিলো

আমিও যেন তেমনি পারি তোমাকে দুর্নীতি মুক্ত করতে।

সকল অশুভ পশুশক্তি যেন পদানত করে,

আর একবার পারি তোমার মুখে হাসিফুটাতে,

মুক্তির হাসি, স্বাধীনতার হাসি।

লেখক: শিক্ষক, কালাইনগর স. প্রা. বি.

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :