আলফাডাঙ্গায় বাজার২৪.বিজের যাত্রা শুরু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৯:২৮ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ১৯:১৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় ই-কমার্সভিত্তিক পণ্য বিপণন বাজারজাতকরণ প্রতিষ্ঠান বাজার২৪.বিজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। শনিবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাজার২৪.বিজের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।

ফরিদপুর জেলা প্রতিনিধি শরীফ মো. গোলাম মাওলা (গাউস)-এর সভাপতিত্বে ও ডিস্ট্রিবিউটর সাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাজার২৪.বিজের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মহসিন খান শিবলু, চিপ ট্রেইনিং কো-অর্ডিনেটর সৈয়দ ফারুক হোসেন, মার্কেটিং এক্সিকিউটিভ মো. মহসিন খান, ডিস্ট্রিবিউটর মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বাজার২৪ লিমিটেডের চেয়ারম্যান, ভোরের পাতা সম্পাদক, এফবিসিসিআই পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য ও ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ড. কাজী এরতেজা হাসানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে তার লেখা ‘জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা’ বইটি প্রধান অতিথির হাতে উপহার হিসেবে তুলে দেন বাজার২৪. বিজের প্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :