সিলেটে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৯, ১৬:৫১

সিলেটের বিশ্বনাথে মুদি দোকানদার ফুল মিয়া হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক আমিরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য দুদু মিয়া, মুছেধর গ্রামের দেলোয়ার হোসেন প্রকাশ ও সুনামগঞ্জের চন্ডিপুর গ্রামের জয়ন্ত দাস।

মামলার নথি থেকে জানা গেছে, নির্বাচনের পরাজয়ের জের ধরে ২০১২ সালে ২৭ জানুয়ারি রাতে বিশ্বনাথ উপজেলার মুছেধর গ্রামের মুদি দোকানদার ফুল মিয়াকে সাবেক ইউপি সদস্য দুদু মিয়া ও তার চার সহযোগীরা দোকানের ভেতর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় নিহত ফুল মিয়ার বাবা মাসুক মিয়া বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ৩১ মে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার অভিযুক্ত আসামি হেলাল উদ্দিন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় জামাল উদ্দিন নামে আরেক আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।

সিলেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :