টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজের উদ্বোধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৯, ২১:৩৫

টঙ্গী ইজতেমা ময়দানে রবিবার দুপুরে ৫৫তম বিশ্ব ইজতেমা উদযাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার প্যান্ডেল ও ছামিয়ানার টাঙ্গানোর কাজ আজ থেকে শুরু করা হয়েছে। এ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তাবলিগ জামাতের দু’পক্ষ আলাদাভাবে ইজতেমায় অংশ নিতে সম্মত হয়েছে। আগামী ১০,১১,১২ প্রথম পক্ষ এবং ১৭,১৮,১৯ জানুয়ারি অপর পক্ষ আলাদাভাবে ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করবে। প্রতিমন্ত্রী সকলের কাছে বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়ে শান্তিপূর্ণভাবে ইজতেমা পরিচালনার আহবান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- জিএমপি কমিশনার আনোয়ার হোসেন, ইজতেমার জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, মুফতি লেহাজ উদ্দিন, মুফতি কেফায়েত উল্লাহ, মুফতি মাসুদুল করিম ও মাওলানা জাকির হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :