পর্তুগালে গুলিতে পা হারালেন বাংলাদেশি ব্যবসায়ী

রনি মোহাম্মদ, (লিসবন, পর্তুগাল) প্রতিনিধি
| আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৯:৪৫ | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ০৯:৪২
গুলিতে পা হারানো হাবিবুর রহমান বাবলু

পর্তুগালের রাজধানী লিসবনের অদূরে সাকাভেই নামক স্থানে নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে পা হারিয়েছেন বাংলাদেশি এক ব্যবসায়ী। তার নাম হাবিবুর রহমান বাবলু। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়।

২ নভেম্বর পর্তুগালের স্থানীয় সময় রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে কিছু অস্ত্রধারী আফ্রিকান সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা লুট করে। যাওয়ার সময় তার পায়ে গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবলুকে লিসবনের সাও জোসে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন।

পর্তুগালে প্রশাসনের কাছে বরাবরই প্রবাসী বাংলাদেশিদের শান্তিপ্রিয়তার সুনাম রয়েছে। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় বাবলুর পরিবারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এজন্য পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি, রাজনীতি এবং বিভিন্ন সামাজিক সংগঠন বাবলুর পাশে থাকার ও তাকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছে।

ঢাকাটাইমস/৪নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :