দক্ষিণখানে রাজউকের অভিযান, ভবন সিলগালা

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৯, ১৭:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নকশা বহির্ভূত স্থাপনা সিলগানা ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে ভবন মালিককে জরিমানা করা হয়।

সোমবার রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে রাজউকের একটি ভ্রাম্যমাণ আদালত। অভিযানটির নেতৃত্ব দেন রাজউকের জোন-২ এর পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম।

অভিযানে তিনটি দোকান, একটি গার্ড রুম উচ্ছেদ করা হয়। যা ভবনের মূল অংশের বাইরে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

তিনি জানান, অভিযানে নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণের কারণে একটি ভবন সিলগালা ও অপর একটি ভবনের মালিককে ভবন ভেঙে ফেলার জন্য ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এবিষয়ে ওই ভবন মালিকের থেকে মুচলেকা নেওয়া হয়। এছাড়া অবৈধ ভাবে ভবন নির্মাণের দায়ে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় নুরুল ইসলাম বলেন, ‘মোবাইল কোর্টের কাজ শুধু ভাঙাচোরা নয়, মানুষকে সচেতন করা। নকশাবহির্ভূত যেসব বিল্ডিং রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।'

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/কারই/জেবি)