বড় ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:১৮

রাজশাহীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাই নূর আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আশরাফুল ও তার ভাই নূরের বাড়ি নগরীর শেখেরচক মহল্লায়। তাদের বাবার নাম সানোয়ার হোসেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান আশরাফুল।

এ ঘটনায় তার মেয়ে নাইয়াতুল জান্নাতি (১৮) বাদী হয়ে চাচা নূর আলমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে রোববার রাতে বড় ভাই নূর আলম তার ছোট ভাই আশরাফুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে নূর আলম লাঠি দিয়ে আশরাফুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় সোমবার সকালে নিহত আশরাফুলের মেয়ে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামি নূর আলমকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। আর রামেকের মর্গে নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

ঢাকাটাইমস/০৪নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :