জেএসসি পরীক্ষাকেন্দ্রে অভিযান, শিক্ষকসহ দুই শিক্ষার্থী বহিষ্কার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ২১:০০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবড়ী একেইউ ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে জেএসসি পরীক্ষার কেন্দ্রে অনিয়মের অভিযোগে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একজন শিক্ষক ও দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও দুজন শিক্ষার্থী পরীক্ষার হলে অনিয়ম ও নকল করার সময় হাতেনাতে ধরা পড়ে। পরে শিক্ষার্থীদের বহিষ্কার ও শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার করে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ইশতিয়াক আহম্মেদ সহকারী কমিশনার (ভূমি) জানান, পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

কেন্দ্র সচিব সোলায়মান সিকদার জানান, পরীক্ষায় দুজন শিক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :