জাপানে জেলহত্যা দিবস পালিত

হাসিনা বেগম রেখা, জাপান
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৩০

যথাযোগ্য মর্যাদায় জাপানে পালিত হয়েছে বাংলাদেশের জেলহত্যা দিবস। রবিবার দিবসটি স্মরণে জাপান শাখা আওয়ামী লীগ এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

জাপান আওয়ামী লীগ সভাপতি সালেহ মো. আরিফের সভাপতিত্বে টোকিওর কিতা সিটি আকাবানে বিভিও হলে এ অনুষ্ঠান হয়। সভাটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক মোল্লা মো. অহিদুল ইসলাম।

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের নিহত সকল সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা, ২১ আগস্ট হত্যাকাণ্ডে শিকার এবং স্বাধিকার আন্দোলনে নিহত সকলের আত্মার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন আকতার হোসেন।

দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, মাসুম হোসেন, ফয়সাল ইমতিয়াজ, যুবরাজ, তাজবীর আহমেদ, তপন কুমার ঘোষ, গুল মোহাম্মদ ঠাকুর, মরিতা মনি, মাসুদ আলম পারভেজ, হারুন মোল্লা, নাজমুল হোসেন রতন, কাম্রুল আহসান জুয়েল, আব্দুর রাজ্জাক, মাসুদুর রহমান মাসুদ, জাকির হোসেন জোয়ারদার, হারুন উর রশিদ, সনত বড়ুয়া খন্দকার আসলাম হিরা প্রমুখ।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :