মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ২২:০৫

উৎসবমুখর পরিবেশে মধ্যদিয়ে মধুমতি নদীতে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল প্রাণ আপ বিহারি লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে ফরিদপুর ও মাগুরা জেলার সীমানা ঘেঁষা মধুমতি নদীর দুই পাড়ে লাখো নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মধুমতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, খুলনা ও নড়াইলের ১২টি বাইচের নৌকা অংশ নেয়। মধুমতি নদীর শেখ হাসিনা সেতু বা এ্যালাংখালী ঘাট থেকে জাঙ্গালিয়া পর্যন্তু তিন কিলোমিটার দীর্ঘ নদী পথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মাগুরার মহম্মদপুর উপজেলার কালীশংকরপুর গ্রামের কবির মোল্যার নৌকা। বাইচ শেষে সাংসদ শ্রী বীরেন শিকদার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আহসান হাবীব, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি প্রমুখ।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :