সচিব কামাল উদ্দিন তালুকদার অবসরে

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৯, ১৬:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদারকে অবসরে পাঠিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব তমিজুল ইমলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি কর্মচারী আইন অনুযায়ী তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, কামাল উদ্দিন তালুকদারের ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ ৮.১১.২০১৯ হতে ৭.১১.২০২০ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তোর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।

গত বছরের ১ নভেম্বর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) মো. কামাল উদ্দিন তালুকদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব নিয়োগ দেয় সরকার।

এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন।

বিসিএস (প্রশাসন) সপ্তম ব্যাচের একজন সদস্য হিসেবে মো. কামাল উদ্দিন তালুকদার ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এসএস/জেবি)