ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ১২:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত কতজন মারা গেছেন তা জানতে চেয়েছে হাইকোর্ট। ১১ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষ আদালতকে এ তথ্য জানাতে হবে।

বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আগামী সোমবার এ তথ্য জানাতে বলা হয়েছে।

পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশনকে আগামী সোমবারের মধ্যে এফিডেভিট আকারে এডিস মশা নির্মূলের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওই দিন আদালত পরবর্তী আদেশ দেবেন।

আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।

এর আগে গত ২৬ আগস্ট ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

ঢাকাটাইমস/৬নভেম্বর/এআইএম/এমআর