লেনোভোর হালকা-পাতলা গেমিং ল্যাপটপ

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ১৫:০১

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

লেনোভোর গেমিং সিরিজ লেনোভো লিজিয়ন ওয়াই৫৩০ গেমিং ল্যাপটপ পাওয়া যাচ্ছে দেশের বাজারে। হালকা পাতলা গড়ন এবং অত্যাধুনিক ডিজাইনের এই ল্যাপটপ মূলত গেমারদের উদ্দেশ্যে বানানো হয়েছে।

স্টাইলিশ গড়ন এবং ভিতরে ল্যাপটপটি আপটুডেট স্পেসিফিকেশনে ভরপুর। ল্যাপটপটির প্রসেসর হিসেবে আছে ইন্টেলের ৮ম প্রজন্মের কোর আই ফাইভ ৮৩০০এইচ, র‌্যাম  ৮ জিবি ডিডিআর ফোর। গেমিং এর জন্য গ্রাফিক্স চিপসেট হিসেবে আছে এনভিডিয়া জিটিএক্স১০৫০টিআই ৪ জিবি মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

এছাড়া স্টোরেজ রয়েছে ৫১২ জিবি এসএস। সঙ্গে ১ টেরাবাইট হার্ডড্রাইভ সাপোর্টের সুবিধা।

১৫.৬ ইঞ্চি ল্যাপটপের ডিসপ্লে চিকন বেজেলের ফুল এইচডি ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের এন্টি-রিফ্লেক্টিভ আইপিএস।

গেমিং ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটি সহজে বহনযোগ্য। এছাড়া পাতলা ডিজাইনের হলেও ল্যাপটপে আছে সব প্রকার ইনপুট এবং আউটপুট পোর্ট।

ল্যাপটপটি ডলবি এটমসের সঙ্গে হার্মান কার্ডন স্পিকারের একটি অসাধারণ জুটি নিয়ে উন্নত মানের সাউন্ড দিতে সক্ষম।
অরিজিনাল উইন্ডোজের সঙ্গে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ব্ল্যাক কালারে। ২ বছরের ওয়াররেন্টি সুবিধার সাথে লেনোভো লিজিয়ন ওয়াই৫৩০ ল্যাপটপটির দাম ১ লাখ ৮ হাজার টাকা।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এজেড)