ইবিতে ছাত্রদলের শুভেচ্ছা ফুল-কলম কেড়ে নিল পুলিশ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:৪৩ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের দেয়া শুভেচ্ছা ফুল কেড়ে নিয়েছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের লালন শাহ হলের পকেট গেটে এ ঘটনা ঘটে। এতে শাখা ছাত্রদলের কর্মসূচি পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছিল। এসময় ক্যাম্পাসের লালন শাহ হলের পটেক গেটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে শুভেচ্ছা জানায় ছাত্রদল। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ ঘটনাস্থলে হাজির হন। পরে ছাত্রদল নেতাকর্মীদের হাতে থাকা ফুল ও শিক্ষা উপকরণ কেড়ে নিয়ে প্রক্টরের গাড়িতে রেখে দেন ওসি জাহাঙ্গীর আরিফ। এসময় ওসি জাহাঙ্গীর আরিফ তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরে যেতে বলেন। অন্যথায় ভীষণ বিপদ হবে বলে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ দলটির।

শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করছিলাম। এসময় ফুল ও কলম কেড়ে নিয়ে পুলিশ প্রক্টর তাদের গাড়িতে নিয়ে যায়। দ্রুত এলাকা ত্যাগ করতে আমাদের হুমকি দেয়া হয়।’

শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রলীগ যখন কার্যক্রম চালাতে ব্যর্থ হয়েছে। ঠিক সেই সময় শিক্ষার্থীদের দেয়া শুভেচ্ছামূলক উপহার শাখা ছাত্রদলের কাছ থেকে ছিনিয়ে নেয়া অগণতান্ত্রিক আচরণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অথচ একটা বিশ্ববিদ্যালয় মুক্তরাজনীতি, সংস্কৃতি ও জ্ঞানচর্চার জায়গা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ফুল দিতে দেখেছি। আমি এখন এ বিষয়ে কোন মন্তব্য করতে পারব না।’

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :