যশোরে ছয় শিশু ধর্ষণে একজনের যাবজ্জীবন

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ১৮:০৭

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে সরকারি প্রাথমিক স্কুলের ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে আদালত আমিনুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। যশোর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের হাকিম এটিএম মুছা বুধবার এ আদেশ দেন।

দণ্ডিত আমিনুর রহমান যশোর শহরের খড়কী দক্ষিণপাড়ার পীরবাড়ি এলাকার বাসিন্দা।

গত ২৮ এপ্রিল যশোর শহরের খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এ ঘটনায় খোঁজ করতে গিয়ে জানা যায়, চকলেটসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের লোভ দেখিয়ে আমিনুর রহমান তাদের ধর্ষণ করেছে। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আরাকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। 

ধর্ষণের শিকার এক শিশুর বোন থানায় মামলা করলে আমিনুর রহমান এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ৪ মে ভারতে পালানোর সময় শার্শার গাতিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

যশোর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পেশকার আবুল হোসেন জানান,  পুলিশ তদন্ত শেষে আমিনুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)