ধামরাইয়ে চার ইটভাটাকে জরিমানা

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে ৪৮ লাখ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই হোসেন ব্রিকস, ঈগল ব্রিকস ও খান ব্রিকসসহ চারটি ইটভাটা অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ওই চারটি ভাটায় অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে ইটভাটা পরিচালনার জন্য এই চারটি ইটভাটাকে ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তা বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)