তালা ভেঙে ইলিশ চুরি

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:১৭

রাজশাহী মহানগরীতে একটি দোকানের তালা ভেঙে চার মণ ইলিশ মাছ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের পেছনের কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ীর নাম আবদুস সাত্তার। তার দাবি, চোরেরা প্রায় এক লাখ টাকার ইলিশ নিয়ে গেছে।

সাত্তার জানান, তার দোকানে বরফ দিয়ে সাত মণ ইলিশ সংরক্ষণ করা ছিল। সন্ধ্যায় তিনি দোকানে তালা দিয়ে চলে যান। বুধবার সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা। চুরি হয়েছে তিন মণ ইলিশ। এ নিয়ে তিনি অভিযোগ করবেন বলেও জানান মাছ ব্যবসায়ী আবদুস সাত্তার।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ইলিশ চুরির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তারা দেখে এসেছে। তবে দোকান মালিক এখনও অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :