সড়ক আইনের ৭৯ ধারা বাতিলের দাবি

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ২১:০৬

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরায় সড়ক পরিবহন আইনের ৭৯ ধারা বাতিল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা কার-মাইক্রোবাস মালিক-শ্রমিক কল্যাণ সমিতি। বুধবার সকালে শহরের ভায়নার মোড় মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন- মাগুরা জেলা মাইক্রোবাস মালিক সমিতির নেতা শামীম হোসেন লিটন, মনিরুল ইসলাম বকুল, সবুজ সাহা প্রমুখ।

বক্তারা দ্রুত এ আইন সংস্কার করে গণমুখী আইন প্রণয়নের দাবি জানিয়ে বলেন, সড়ক পরিবহন আইনের ৭৯ ধারা বাস্তবায়ন করলে অধিকাংশ মাইক্রোবাস মালিক ব্যবসা করতে পারবে না। একই সাথে কয়েক লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়বে। ফলে গণপরিবহনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। প্রয়োজনে রুট পারমিট প্রদানের মাধ্যমে আইন মেনে ব্যবসা করার সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)