রাজাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩২ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ২২:১১

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠির রাজাপুরের বড় গালুয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে কুনসুম বেগম, ছেলে মিন্টু সিকদার, মিন্টুর স্ত্রী তাসলিমা বেগম এবং অপরপক্ষের ফাতেমা বেগম, ছেলে বাচ্চু সিকদার, মাসুম সিকদার, রিনা আক্তারকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া সেকেন্দার সিকদার ও মিজান সিকদার এবং অপর পক্ষের লামিয়া আক্তারও আহত হন।

পুলিশ, এলাকাবাসী ও আহতরা জানান, দীর্ঘদিন ধরে সেকেন্দারের পরিবার ও মৃত হানিফ সিকাদরের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকটি মামলাও রয়েছে। এসব ঘটনার জের ধরে সকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ ও সেকেন্দারের বসতঘরে হামলার ঘটনা ঘটে। পরে আহত রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতেও বাধা দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)