জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জয়পুরহাটের প্রগতিশীল ছাত্রজোট। বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি জেলার চিনিকল সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তৃতা করেন- অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এমএ রশিদ, জেলা প্রগতিশীল ছাত্র জোটের সমন্ব^য়ক রিফাত আমিন রিয়ন, সদস্য রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

উপাচার্য ফারজানা ইসলাম শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করাকে শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবিসহ বক্তারা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ওই ছাত্র সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :