জাবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ২১:৫৭

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
বুধবারও জাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাইরে অবস্থানরত কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে এসে সভা-সমাবেশ, মিছিল কিংবা কোনো অফিস বা আবাসিক এলাকায় অবস্থান করতে পারবেন না।

বুধবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ইতিমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হলগুলো ত্যাগ করেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের দোকানপাটও বন্ধ করা হয়েছে। তাই এই সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো শিক্ষার্থীর অবস্থান সমীচীন নয়।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অবস্থানরত কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে এসে সভা-সমাবেশ, মিছিল কিংবা কোনো অফিস বা আবাসিক এলাকায় অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীদের বড় একটি অংশ। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/মোআ/জেবি)