শিক্ষকের বেত্রাঘাতে দুই মাদ্রাসাছাত্রী হাসপাতালে

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ২২:০৮

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জেলার হাজীগঞ্জে শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়ে ওই মাদ্রাসার দুই ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুধবার বিকালে ওই দুই ছাত্রীকে ভর্তি করে তাদের পরিবার।

দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

তবে মাদ্রাসা সুপার অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিমকে কারণদর্শনোর নোটিশ দিয়েছেন বলে জানান।

আহতরা ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা পাশের এলাকার লোধপাড়া গ্রামের শহীদ উল্যাহ ও নূরে আলমের মেয়ে।

ওই দুই ছাত্রী জানায়, দুপুরে মাদ্রাসায় ক্লাস চলার সময়ে পড়া না পারায় এবং ক্লাসে দুষ্টামি করায় তাদের মারাত্মকভাবে পিটিয়ে আহত করেন নূরানি বিভাগের শিক্ষক আব্দুল হালিম।

হাসপাতালে আহত ছাত্রীদের পরিবার জানায়, পড়া না পারার কারণে হুজুররা মেরেছে এতে কোনো সমস্যা নেই। তবে সমস্যা হলো একই স্থানে বেশ কয়েকটি বেতের আঘাতের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিন্টু জানান, তদন্তপূর্বক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্যে মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)