ফ্রি বাস সেবা পাচ্ছেন কুবিতে ভর্তিচ্ছুরা

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ২২:৩৪

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস

আগামী শুক্র ও শনিবার ভর্তি পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে এ সেবা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর অনুমতিক্রমে  বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ফ্রি বাস সার্ভিস চালু হচ্ছে।

এ বাসগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট ও পদুয়ারবাজার বিশ্বরোড থেকে প্রতি ১ ঘণ্টা পরপর এবং কুমিল্লা রেলস্টেশন থেকে কান্দিরপাড়  হয়ে ২ ঘণ্টা পরপর ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এছাড়া বৃহস্পতিবার রাত ১টায়  একটি বাস কুমিল্লা রেলস্টেশন থেকে কান্দিরপার হয়ে ক্যাম্পাস অভিমুখে আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত ফ্রি এ বাস সার্ভিস রাত ১০ টা পর্যন্ত চালু থাকবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)