জয়পুরহাটে কিডনি বিক্রির অভিযোগে দম্পতি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৯, ১০:৩৯

জয়পুরহাটের কালাই উপজেলার উলিপুর গ্রাম থেকে কিডনি বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের মৃত আবু সাইদের ছেলে খাজা মইনুদ্দিন এবং খাজা মইনুদ্দিনের স্ত্রী মোছা. নাজমা বেগম।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, এক বছর পূর্বে খাজা মইনুদ্দিন তার স্ত্রী নাজমাকে কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করলে নাজমাও নিজ ইচ্ছায় তার একটি কিডনি বিক্রি করেন। কিডনি বিক্রি যে আইনত দ-নীয় অপরাধ সে ব্যাপারে এর আগে থেকেই ওই এলাকায় মাইকিং, জনসভা, লিফলেট বিতরণ, পোস্টারিং করাসহ বিভিন্ন ভাবে পুলিশ গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে।

এরপরও মইনুদ্দিন ও নাজমা জেনেশুনে তাদের কিডনি বিক্রি করেছেন এমন খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষায় ঘটনার সত্যতা পাওয়া গেলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিডনি বিক্রির কথা স্বীকার করেন। অবৈধভাবে কিডনি বিক্রির জন্য তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/৭নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :