‘মহা’র শঙ্কা থেকে মুক্ত রাজকোট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৯, ১৩:২৮

দিল্লির মারাত্মক বায়ুদূষণ উপেক্ষা করে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজ জয়ে মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ঘূর্ণিঝড় মহার জেরে রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি নিয়ে তৈরি হয়েছিলো অনিশ্চিয়তা।

আরব সাগর থেকে উঠে আসা এই ঘূর্ণিঝড় মহার প্রভাবে বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে তুমুল সংশয় জেগেছিলো। ভারতীয় আবহাওয়াবিদদের ভাষ্যমতে, বুধবার (৬ নভেম্বর) মধ্যরাত অথবা বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভারি বর্ষণে ভেসে যেতে পারে গুজরাট।

তবে, স্বস্তির খবর হচ্ছে ঘূর্ণিঝড় দিক পাল্টেছে। গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে মাহার গন্তব্য কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার দিকে সরে গেছে। যে কারণে রাজকোটেও কমে এসেছে ঝড়ের প্রকোপ। বুধবার কিছুটা বৃষ্টিপাত হলেও আজকের খবর হচ্ছে, সকাল থেকেই রাজকোটে রৌদ্রোজ্জল আবহাওয়া।

ঘূর্ণিঝড়ের গতি পরিবর্তন হওয়ায় আর ম্যাচ নিয়ে সংশয় নেই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে টাইগারদের সিরিজ বিজয়ের ম্যাচটি।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার বাহিনী।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :